প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৬:১১ অপরাহ্ন
গতকাল নিজেদের ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারানোর পর বার্সার পয়েন্ট দাঁড়িয়েছে ৭৬। তাদের সমান ৩৫ ম্যাচে জিরোনার পয়েন্ট ৭৫। আর বরাবরের মতোই শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৯০। চলতি মৌসুমে ৩ ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা জিতে নিয়েছে রিয়াল।
সোমবার রাতে বার্সার হয়ে গোল করেন লামিন ইয়ামাল ও রাফিনহা। ম্যাচের ৪০ মিনিটে গোল করেন ইয়ামাল। ইলকায় গুন্ডোগানের পাস থেকে বল নিয়ে দারুণ শটে গোল করেন এই স্প্যানিশ তরুণ ফুটবলার। চলতি মৌসুমে লা লিগায় এটি তার পঞ্চম গোল। ইয়ামালের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।
ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইয়ামাল। সেখানে তিনি পরের জয়ের কথা বলেন এবং সপ্তাহের তিন ম্যাচের তিনটিতেই জয়ের ইচ্ছে প্রকাশ করেন।
১৬ বছর বয়সী ইয়ামাল বলেন, ‘দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করা একটি গুরুত্বপূর্ণ খেলা ছিল। এটিকে আমাদের ৯ পয়েন্টের সপ্তাহে পরিণত করার চেষ্টা করতে হবে। প্রথমার্ধে রিয়াল (সোসিয়েদাদ) খুব ভালো করেছিল। কিন্তু তারপর আমরা উন্নতি করতে পেরেছিলাম। পুরো দলে ভালো অনুভূতি ছিল।’
বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। ৯৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান। ভিএআর চেকে হ্যান্ডবল ধরা পড়ায় পেনাল্টি পায় বার্সা। আর গোল করার সেই সুযোগ কাজে লাগান রাফিনহা।