প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন সর্বশেষ আপডেট: রোববার, ১২ মে, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি। বিনিয়োগকারীদের চলতি অর্থবছরের (২০২৩-২৪) ডিভিডেন্ড দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে কোম্পানিটির। তিন প্রান্তিক (জুলাই, ২০২৩ - মার্চ, ২০২৪) মিলে কোম্পানিটি মুনাফার মুখ দেখিনি। চরম লোকসানে রয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানি সুত্রে এসব তথ্য জানা গেছে।
শেফার্ড ইন্ডাস্ট্রিজের এক্সেকিউটিভ ডিরেক্টর ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আতাউর রহমান জবাবদিহিকে জানান, শেফার্ড ইন্ডাস্ট্রিজ চলতি অর্থবছর শেষে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে পারবে কি-না বলা যাচ্ছে না। কারণ কোম্পানি লোকসানে রয়েছে। তবে রিটেইন্ড আর্নিংস থেকেও ডিভিডেন্ড দিতে পারে; তবে তা নিশ্চিত না।
তিনি আরো বলেন, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরির অবনতি হয়েছে। বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে প্রতিষ্ঠানটি। আগামীতে ক্যাটাগরির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের তিন প্রান্তিক মিলে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ দশমিক ১৮ টাকা। অর্থাৎ মোট লোকসানের পরিমাণ ১৮ কোটি ১৭ লাখ ৭১ হাজার ১৫৬ টাকা। অনুমান করা হচ্ছে শেষ প্রান্তিকেও কোম্পানিটির লোকসান হবে।
গত অর্থবছরে (২০২২-২০২৩) শেফার্ড ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারীদের মাত্র ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তখন ডিভিডেন্ড কম দেয়ায় কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসে; যা কোম্পানিটির প্রফাইল থেকে জানা যায়।
এদিকে ব্যবসা চালাতে হিমশিম খাওয়া কোম্পানিটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। চলতি বছরের (২০২৪) ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৩ দশমিক ৩৬ শতাংশ। আর চলতি বছরের ৩০ এপ্রিল তা এসে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৩০ শতাংশ। এক মাসের ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিনিয়োগ কমেছে দশমিক ০৬ শতাংশ।
কোম্পানি সূত্রে আরো জানা গেছে, গত ৬ মাসে শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি দর কমেছে ১০ দশমিক ৬ টাকা। গত বছরের (২০২৩) ১৩ নভেম্বর কোম্পানির শেয়ার দর ছিল ২৪ টাকা। রোববার (১২ মে) কোম্পানির সমাপনি শেয়ার দর হয়েছে ১৩ দশমিক ৪০ টাকা।
কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে, কোম্পানির গ্যাস ও বিদ্যুৎ খরচ বেড়েছে। ফিন্যান্সিয়াল এক্সপেনসেস বেড়েছে ৩ কোটি ৭৭ লাখ টাকা। এসব কারণে কোম্পানিটি লোকসান থেকে বের হতে পাচ্ছে না।
উল্লেখ্য, শেফার্ড ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১৯০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৫৪ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪৭৩টি; যার মধ্যে উদ্যোক্তা পরিচালকের শেয়ার রয়েছে ৫১ দশমিক ৪৮ শতাংশ, বিদেশিদের রয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৫ দশমিক ৭৩ শতাংশ।