শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
লিভারপুলের জয়ের রাতে গোল পেলেন সালাহ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন

কাগজে-কলমে প্রিমিয়ার লিগের শিরোপার স্বপ্ন এখনো টিকে আছে লিভারপুলের। তাই হয়তো শেষ চেষ্টাটা করছেন ইয়ু্র্গেন ক্লপের শিষ্যরা। লিগের ৩৬তম ম্যাচে টটেনহ্যাম হস্টপারকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। এতে ৫ ম্যাচে প্রথম জয়ের দেখা পেল অলরেডরা।

গেল সপ্তাহে ওয়েস্টহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল লিভারপুল। ওই ম্যাচে মোহাম্মদ সালাহকে শুরুর একাদশে রাখেননি কোচ ক্লপ। যে কারণে ম্যাচ শেষে কোচের সঙ্গে নিজের দ্বন্দ্বের কথা জানিয়েছিলেন সালাহ। তবে এই ম্যাচে সালাহকে শুরুর একাদশেই রেখেছেন ক্লপ। আর লিভারপুলের প্রথম লিড এসেছে মিশরীয় এই তারকার কাছ থেকেই। ম্যাচের ১৬ মিনিটে দারুণ গোলে লিভারপুলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

গতকাল রোববার নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। কাছ থেকে বাঁপায়ের শটে গোলটি করেন অ্যান্ডি রবার্টসন।

দ্বিতীয়ার্ধে নেমে দ্রুতই আর দুই গোল পেয়ে যায় লিভারপুল। ৫০ মিনিটে গোল করেন কোডি গাফকো। হার্ভে ইলিয়টের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন তিনি। এরপর ৫৬ মিনিটে গোল করেন ইলিয়ট নিজেই। তাকে অ্যাসিস্ট করেন সালাহ।

৪-০ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টটেনহ্যাম। ৭২ মিনিটে টটেনহ্যামের হয়ে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। এর ৫ মিনিট পর আবার টটেনহ্যামের গোল। এবার লিভারপুলের জাল কাঁপান স হিউং মিন। এতে ব্যবধান কমে আসে ৪-২ তে।

বর্তমানে ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৮২ পয়েন্ট নিয়ে আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   ইংলিশ প্রিমিয়ার লিগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft