প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দেশের সেরা ক্রিকেটার হওয়ায় নিয়মকানুনের তোয়াক্কা না করে বারবার বিতর্কের জন্ম দিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। কখনো সতীর্থদের সঙ্গে বাজে আচরণ, কখনো মিডিয়া ও দর্শকদের সঙ্গে, বোর্ডের নিয়ম ভেঙেও শাস্তি পেয়েছেন অনেকবার।
মাঠ এবং মাঠের বাইরে আলোচনায় থেকেই তিনি। আরও একবার মাঠের বাইরের ঘটনায় আলোচনায় আসলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে চড় মারতে যান সাকিব।
আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ চলছে প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। ম্যাচ শুরুর আগে ঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাহ উদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এ সময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত।
প্রথমবার মানা করেন সাকিব। তবে তার কথা শোনেননি সেই ভক্ত। আবারও সেলফি তুলতে চাইলে মেজাজ হারান সাবেক এই টাইগার অধিনায়ক। তেড়ে গিয়ে সেই ভক্তের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সেই সঙ্গে ভক্তকে চড় মারতে চান। পরে চড় না মেরে সেই ভক্তকে মাঠ থেকে বের করে দেন তিনি।