প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন
রাজধানীতে অননুমোদিত ও অবৈধ স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। কয়েকদিন ধরে চলা অভিযানে অবৈধ স্টিকার ব্যবহার করা ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এসব গাড়িতে অবৈধভাবে পুলিশ, মন্ত্রণালয় ও সাংবাদিকের স্টিকার লাগানো ছিল। এসব স্টিকার ব্যবহার করে নানা জায়গায় যাওয়ার সুবিধা আদায়ের চেষ্টা করা হয়। এছাড়া ফিটনেস না থাকায় তিন হাজারেরও বেশি গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে ঢাকার মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
অভিযানের পর দুই হাজার গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এসব অভিযান পরিচালনা করা হয় ঢাকার ট্রাফিকের আট বিভাগে।
রোববার (৫ মে) সকালে এসব বিষয় জানান ডিএমপির ট্রাফিক-দক্ষিণ যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান।
তিনি বলেন, আমরা মূলত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। ঢাকার আটটি ট্রাফিক বিভাগ একযোগে অভিযান পরিচালনা শুরু করেছে। যারা এসব অবৈধ স্টিকার ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
যারা এসব সরকারি প্রতিষ্ঠানের নামে স্টিকার ব্যবহার করছেন তাদের অনুরোধ করব এসব থেকে বিরত থাকার জন্য। পুলিশ, বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সাংবাদিকের আত্মীয়রা এসব পরিচয়ে তাদের গাড়িতে অবৈধভাবে স্টিকারগুলো ব্যবহার করছে।
তিনি আরও বলেন, গত কয়েকদিনে ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে শুধুমাত্র এসব অননুমোদিত স্টিকার ব্যবহারের কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।