বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
৪শ' সিসির পালসার আনল বাজাজ
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

এই প্রথম ৪০০ সিসির পালসার মোটরসাইকেল আনল বাজাজ। আগে ২৫০ সিসির পালসার পাওয়া যেত। এবার এলো হায়ার সিসির। যার মডেল বাজাজ পালসার এনএস৪০০জেড। নতুন পালসারে চারটি রাইডিং মোড, ডিজিটাল ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো ফিচার পাবেন। চার চারটি নতুন রঙের সঙ্গে হাজির হয়েছে এই বাইক। লুকস ও পারফরম্যান্সে বাজার কাঁপাতে চলেছে নয়া পালসার। দাম রাখা হয়েছে বেশ কম। আকর্ষণীয় দামের সঙ্গে দারুণ লুকস ও ফিচার দেওয়া হয়েছে বাইকে। 

৪০০ সিসির পালসারের দাম ভারতে ১.৮৫ লাখ রুপি। যারা এটি কিনতে চান তারা কোম্পানির ওয়েবসাইটে অথবা শোরুমে গিয়ে বুক করতে পারবেন। ডেলিভারি শুরু হবে শিগগিরই। বাইকের লুকস ও ফিচার অনন্য। ভারতে যতগুলো ৪০০ সিসির মোটরসাইকেল আছে তার মধ্যে সবচেয়ে কম দাম এই ৪০০ সিসির পালসার। এই বাইকে থান্ডারবোল্ট স্টাইল ডিআরএল এবং এলইডি প্রজেক্টর লাইট দেওয়া হয়েছে। বড় মাসকুলার ফুয়েল ট্যাংক এবং আকর্ষণীয় স্পোর্টি লুক এটির অন্যতম বৈশিষ্ট্য। বাইকের সাইড লুকও নজরকাড়া। পেছনে যে রিয়ার সেকশন রয়েছে তা এনএস২০০ মডেলকে অনুসরণ করেছে।

ফিচার্সও রয়েছে একাধিক। যেহেতু এটি বাজাজের ফ্ল্যাগশিপ বাইক তাই ঠাসা ফিচার যোগ করেছে কোম্পানি। চার ধরনের রাইডিং মোড পাবেন - রোড, রেইন, স্পোর্ট এবং অফ রোড। নতুন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এলসিডি ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা রয়েছে বাইকে। এতে স্মার্টফোন কানেক্ট করতে পারবেন। ইনকামিং কল, এসএমএস অ্যালার্ট এবং নোটিফিকেশন পাওয়া যাবে। টার্ন-বাই-টার্ন নেভিগেশনও থাকছে বাইকে। ব্রেকিংয়ের ক্ষেত্রে দুই চাকাতেই বড় দুটি ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) থাকছে। যা রাইডিং মোড অনুযায়ী অ্যাডজাস্ট করা যাবে।

এনএস৪০০জেড মডেলের পালসারে দেওয়া হয়েছে ৩৭৩ সিসির লিকুইড কুলল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৩৯.৪ ব্রেক হর্সপাওয়ার এবং ৩৫ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। সঙ্গে পাবেন ৬ স্পিড গিয়ারবক্স, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। সামনে ইউএসডি সাসপেনশন ও পেছনে গ্যাস চার্জ প্রি লোড অ্যাডজাস্টেবেল মনোশক রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft