প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নিবন্ধিত যত রিকশা আছে সেগুলোর চালককে ধাপে ধাপে ছাতা পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার (৩ মে) সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে ছাতা বিতরণকালে মেয়র এই কথা বলেন।
এদিন তাপদাহের তীব্রতা থেকে রক্ষা পেতে রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল, খাবার স্যালাইন বিতরণ করেন মেয়র। এ সময় তিনি বলেন, দিন দিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন যাদের জীবিকার জন্য বাইরে বের হতে হয়, তাদের কষ্ট বেড়ে যাচ্ছে।
সীমিত আয়ের মানুষ যারা আছেন, বিশেষ করে রিকশাচালক তাদের কষ্ট আরও বেশি। তারা যাতে অন্তত ছাতার ছায়ায় থাকতে পারেন এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে ছাতা দেয়া হচ্ছে। সিটি করপোরেশনে যতগুলো নিবন্ধিত রিকশা আছে সবাইকে ধাপে ধাপে এই ছাতা পৌঁছে দেয়া হবে।