প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ন
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচন থেকে সড়ে দাঁড়াচ্ছেন আলোচিত কনটেন ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, এই নির্বাচনে (ঝিনাইদহ-১) তিনি প্রার্থী হচ্ছেন না।
নির্বাচনে প্রার্থী না হওয়ার কারণ হিসেবে হিরো আলম জানিয়েছেন, তিনি নির্বাচনের জন্য কোনো ব্যাকআপ পাননি। সে কারণেই নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে সোমবার (২৯ এপ্রিল) হিরো আলম শূন্য ওই আসনে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
হিরো আলম গণমাধ্যমকে বলেন, ভোট করা কোনো বিষয় না, যেকোনো জায়গা থেকেই ভোট করা যায়। ভোট করতে গেলে এলাকায় ব্যাকআপ লাগে। ব্যাকআপ ছাড়া ভোট করবো কীভাবে?।
তিনি বলেন, ওখানে গিয়ে আমি কার ভরসায় ভোট করবো? দুই একজন তো বলবে আসেন, এলাকায় ভোট করেন, যা লাগে আমরা দেখবো—এমন কাউকেই পাচ্ছি না। চিন্তা-ভাবনা করে দেখলাম, তেমন কোনো সাপোর্ট নেই। এজন্য ঝিনাইদহে যাওয়া ক্যানসেল করেছি।
জাতীয় সংসদের ঝিনাইদহ-১ শূন্য আসনে আগামী ৫ জুন ভোটগ্রহণ করা হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে।
এই আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।