মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
দুর্নীতির দায়ে ক্রিকেটে ৫ বছর নিষিদ্ধ থমাস
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৪:৩১ অপরাহ্ন

দুর্নীতিবিরোধী সাতটি ধারা ভঙ্গের অভিযোগ স্বীকার করার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ডেভন থমাসকে  ক্রিকেটে  পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে   খেলাটির  সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি জানিয়েছে, অভিযোগের এক বছর পর শাস্তি দেওয়া হয়েছে থমাসকে এবং শেষ ১৮ মাস নিষেধাজ্ঞা স্থগিত থাকবে।

২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আন্তর্জাতিক তিন ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন থমাস। তার বিপক্ষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ এবং আবুধাবি টি-১০ লিগে আইন ভঙ্গের অভিযোগ উঠে।

এই অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর ছিলো, শ্রীলংকা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ম্যাচ পাতানোর সাথে জড়িত ছিলেন ৩৪ বছর বয়সী থমাস। ইতোমধ্যে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি।

আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, ‘আন্তর্জাতিক, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সুবাদে অনেক দুর্নীতি বিরোধী শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন থমাস। 

এজন্য তিনি জানতেন, দুর্নীতি বিরোধী ধারা অনুসারে তার কি কি করতে হবে। কিন্তু তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সেগুলো পালন করতে ব্যর্থ হয়েছেন তিনি।’

তিনি আরও বলেন, ‘এই নিষেধাজ্ঞায় খেলোয়াড় এবং দুর্নীতিবাজদের জন্য শক্তিশালী বার্তা পাঠাতে হবে যে, আমাদের খেলায় এটি কঠোরভাবে প্রতিরোধ করা হয়।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft