প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন
ভূমিদস্যুদের জবাবদিহিতার আওতায় আনার কোনো কার্যক্রম নেই। এতে সাংবাদিক ও পরিবেশকর্মীদের ওপর নির্যাতন বাড়ছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
আজ বৃহস্পতিবার (২ মে) সকালে রাজাধানীর মাইডাস সেন্টারে এক আলোচনায় সভায় এ কথা জানান তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা সঙ্কুচিত হচ্ছে। পরিবেশ নিয়ে কাজ করা সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। ২০২২-২৩ মেয়াদে ১২ জন পরিবেশকর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
গণমাধ্যমকর্মীদের বাক-স্বাধীনতা যাতে খর্ব না হয়, সেজন্য সুশাসনের ওপর অঙ্গীকারনামা রক্ষার আহ্বান জানিয়েছে টিআইবি।
সংস্থাটির নির্বাহী পরিচালক আরও বলেন, প্রাতিষ্ঠানিকভাবে আন্দোলনের কার্যক্রম সঙ্কুচিত হয়ে আসছে। রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে প্রতিবাদ করায় গণমাধ্যম ও পরিবেশকর্মীদের হেনস্থা হতে হয়েছে।