বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখার ৫ উপায়
প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বের কয়েক শ কোটি মানুষ ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগের ভরসা রাখেন এই অ্যাপে।  কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়ে থাকে হোয়াটসঅ্যাপের চ্যাট সুম্পূর্ণ সুরক্ষিত। এরপরও প্রায় শোনা যায় হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ার ঘটনা। তাই ব্যক্তিগত চ্যাট নিরাপদ রাখতে কিছু টিপস জেনে রাখা জরুরি। তা না হলে যে কোনও সময় পাঁচকান হতে পারে হোয়াটসঅ্যাপের কথোপকথন।

ফ্রি, নানা ফিচার্স এবং সহজলভ্য হওয়ার কারণে হোয়াটসঅ্যাপের ব্যবহার এখন ঘরে ঘরে। কিন্তু, ব্যবহার বাড়লেও চ্যাট কীভাবে সুরক্ষিত রাখবেন তা জানেন না অনেকেই। আর তারই ফায়দা তুলে ব্ল্যাকমেলিং, ফিশিং ও একাধিক প্রতারণা বাড়ছে। তাই হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট নিরাপদ ৫ নিরাপত্তা টিপস জেনে নিন।

ভিডিও ও অডিও কলের পাশাপাশি টেক্সট মেসেজ এবং ছবি-ফাইলের আদানপ্রদানও করা যায়। তাই সেগুলো যাতে বেহাত না হয় বা সাইবার অপরাধীরা যাতে হ্যাক করতে না পারে তার জন্য এই কাজগুলো অবশ্যই করুন।

১. Disappearing Message নামের একটি অপশন থাকে। যদি আপনার মনে হয় চ্যাটের উপর কেউ নজরদারি চালাচ্ছে বা আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ দেখছে তাহলে এই অপশন অন করে দিন। তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর মেসেজ উধাও হয়ে যাবে।

২. দ্বিতীয় টিপস হল এন্ড-টু-এন্ড এনক্রিপশন। সমস্ত চ্যাটে এই ফিচার অন করে রাখুন। এটার সুবিধা হল আপনি ও যাকে পাঠাচ্ছেন তিনি ছাড়া আর কেউ মেসেজের নাগাল পাবে না। তাই ফাঁস হওয়ার ঝুঁকিও থাকবে না। অবশ্যই হোয়াটসঅ্যাপে এই অপশন অন করে রাখুন।

৩. স্প্যাম কলের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। এই কল বন্ধ করার উপায় রয়েছে। হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে ‘Silence Unknown Call’ নামের একটি অপশন পাবেন। যা অন করে রাখলে অচেনা কল এড়িয়ে যেতে পারবেন। বিশেষ করে স্প্যাম কলগুলো।

৪. মেসেজের পাশাপাশি চ্যাট ব্যাকআপও এনক্রিপ্ট করা যায়। ৯৯ শতাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী জানেন না, হোয়াটসঅ্যাপ চ্যাটের যে ব্যাকআপ তৈরি হয় ক্লাউড স্টোরেজে সেটাও ফাঁস হতে পারে।ব্যাকআপ স্টোরেজ হ্যাক করে নানা সংবেদনশীল তথ্যের নাগাল পেতে পারে হ্যাকাররা। তাই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ সুরক্ষিত রাখার জন্য এনক্রিপশন ফিচার এনেছে মেটা।

5. Chat Lock অপশনটিও আপনার কাজে আসতে পারে। যদি মনে হয় আপনার ডিভাইস হ্যাক হয়েছে বা সাইবার আক্রমণের খপ্পরে পড়েছেন তাহলে নির্দিষ্ট কোনও চ্যাট লক করে রাখতে পারেন। পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিয়ে লক করা যায় এই চ্যাট। সবমিলিয়ে এই 5 ফিচার আপনার পুরো হোয়াটসঅ্যাপকে তো সুরক্ষিত রাখবেই, পাশাপাশি কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া আটকাবে। তাই আজই হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে এই ফিচারগুলো অন করে রাখুন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft