বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
'মুস্তাফিজ চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক'
প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে। তবে টুর্নামেন্টের মাঝ পর্যায়ে দেশে ফিরতে হচ্ছে এই বাঁহাতি পেসারকে। জাতীয় দলের ব্যস্ততার কারণে আজ শেষ হচ্ছে মুস্তাফিজের এবারের আইপিএল অধ্যায়।

ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে চেন্নাই হেড কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ‘মুস্তাফিজ এমন কন্ডিশনেও অসাধারণ করেছে যেটা তার বোলিংয়ের সাথে খাপ খায় না। এ উইকেটগুলোতে প্রচুর শিশির থাকে। তার মানিয়ে নেওয়াটা দুর্দান্ত হয়েছে।’ 

সামনে মুস্তাফিজকে না পাওয়া প্রসঙ্গে হতাশা ঝরল ফ্লেমিংয়ের কণ্ঠে, ‘মুস্তাফিজের পারফরম্যান্স অসাধারণ। সে দারুণ ফর্মে আছে। সে চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে অবশ্যই দেশের স্বার্থ আগে। মুস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে।

এখন অবধি এবারের আইপিএলে ৮ ম্যাচে ২১.১৪ গড়ে ১৪ উইকেট নিয়ে জাসপ্রিত বুমরাহর সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজ। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে তার সামনে রয়েছে আইপিএল শেষের আগে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে আরেকবার বেগুনি ক্যাপ মাথায় পরার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft