বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মাদ্রিদে জিততে আত্নবিশ্বাসী বায়ার্ন
প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪, ১২:০২ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠ অ্যালিয়ানেজ অ্যারেনায় খেলা শেষে এবার দ্বিতীয় লেগ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার পালা বায়ার্নের।

তবে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের মোকাবেলা করতে ভয় পান না বায়ার্নের কোচ টমাস টুখেল। বরং নিজেদের মাঠ থেকে তাকে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে অ্যাওয়ে ম্যাচে। বায়ার্ন বস বিশ্বাস করেন, রিয়ালের মাঠ থেকে জয় ছিনিয়ে নিতে পারবে তার শিষ্যরা।

টুখেল বলেন, ‘এটা বিশ্বাস করা গুরুত্বপূর্ণ যে, অবশ্যই এটা সম্ভব (মাদ্রিদে জেতা)। এটি এখনও ৫০-৫০ ম্যাচ এবং আমি মনে করি, আমরা সেখানে দুর্দান্ত সুযোগ পেতে সক্ষম হবো। লক্ষ্যটি একেবারে পরিষ্কার, আমাদের জিততে হবে। আমাদের সাহসী আর আত্মবিশ্বাসী হতে হবে। এবং খেলায় খুব সতর্ক থাকতে হবে।’

প্রথমে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুত দুই গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু তারা প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ মিস করে। যা নিয়ে পুরোপুরি হতাশ টুখেল।

নিজের হতাশা প্রকাশ করতে গিয়ে টুখেল বলেন, ‘আমরা তৃতীয় গোল করতে পারতাম। কিন্তু আমরা যথেষ্ট সতর্ক ছিলাম না। আমাদের তৃতীয় গোল করার যথেষ্ট সুযোগ ছিল এবং কিছু ত্রুটি ছিল। পরিস্থিতি পরিষ্কার, আমরা সেখানে যাব এবং আমাদের যেকোনো মূল্যে জয় নিয়েই আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘ফলাফল তো ফলাফলই, এটা নিয়ে বেশি সময় ব্যয় করে আলোচনা করার কোনো মানে হয় না। রিয়াল মাদ্রিদ এর আগেও এটি করেছে। দুটি সুযোগের মধ্যে দুটি গোল করেছে। আমরা প্রথম দল নই যেখানে এটি ঘটেছে। তারা ক্লিনিক্যাল এবং এটির জন্য তাদের অপেক্ষা করার ধৈর্য রয়েছে। রিয়াল মাদ্রিদ (প্রতিপক্ষ) দলগুলোর সঙ্গে এটি করে। তাই দীর্ঘ সময় ধরে আমাদের হতাশ থাকা উচিত নয়।’

অপরদিকে রিয়াল কোচ আনচেলত্তি দাবি করছেন, তার দল মিউনিখে নিজেদের সেরা দিয়ে খেলেনি বা খেলতে পারেনি। ভিনিসিয়ুস জুনিয়র একাই জোড়া গোল করেছেন যদিও, তারপর রিয়াল আরও ভালো খেলতে পারতো বলেই মনে করেন আনচেলত্তি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft