প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১২:২২ অপরাহ্ন
ভারতের বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস নতুন মোটরসাইকেল নিয়ে শিগগিরই বাজারে হাজির হচ্ছে। যার মডেল টিভিএস ফিয়েরো ১২৫। এটি একটি ১২৫ সিসির মোটরসাইকেল।
সম্প্রতি নিজেদের বাইক সেগমেন্টকে আরো বিস্তৃত করতে প্রস্তুত সংস্থাটি। জানা যাচ্ছে টু হুইলার প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান তার ১২৫ সিসি সেগমেন্টে একটি নতুন বাইক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।
অনুমান করা হচ্ছে এই নতুন বাইকের নাম হবে টিভিএস ফিয়েরো ১২৫। আসলে এই নামে ট্রেডমার্ক লক্ষ্য করা গেছে তবে এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এই বাইকে দেয়া হবে ১২৫ সিসির বিএস৬ ইঞ্জিন। নিরাপত্তার বিষয়েও বাইকে উন্নত ফিচার দেয়া থাকবে।
নিরাপত্তার বিষয়ে এতে ডিস্ক ব্রেক ও ড্রাম ব্রেক থাকবে। এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্য বলতে অ্যান্টিব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ার, কুলড ইঞ্জিন লক্ষ্য করা যাবে। বাইকের মাইলেজ সম্পর্কে সেভাবে তথ্য পাওয়া যায়নি তবে আশা করা হচ্ছে বাইকটি প্রতি লিটার জ্বালানিতে ৬০ কিলোমিটার পথ চলতে পারবে।
এন্ট্রি লেভেলের দাম এই আসছে এই বাইকটি। আশা করা হচ্ছে বাইকের প্রারম্ভিক মূল্য রাখা হবে ভারতে ৮০ হাজার রুপি। বর্তমানে একটি ভেরিয়েন্ট ভারতে আসবে। এই বাইক বাংলাদেশে আসবে কিনা তা এখনও জানা যায়নি। খবর অনুযায়ী বাইকটি ডুয়াল কালার টোনে পাওয়া যাবে।