শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
হানিফ সংকেতের ফেসবুকে কুরুচিকর পোস্ট, অতঃপর...
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৮:১৯ অপরাহ্ন

আজকাল সামাজিক মাধ্যমে হ্যাকাররা টার্গেট করে থাকেন তারকাদের। সুযোগ পেলেই হ্যাক করেন তাদের ফেসবুক, টুইটার কিংবা ইউটিউব চ্যানেল। এবার এমনটা হলো জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের সঙ্গে। হ্যাকারদের কবলে পড়েছিল তার ভেরিফায়েড ফেসবুক পেজটি। 

তবে সুবিধা করতে পারেনি হ্যাকাররা। আয়ত্তে নেয়ার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হয় পেজটি। সামাজিক মাধ্যমে খবরটি হানিফ সংকেতের ওই পেজ থেকে জানানো হয়েছে। 

রোববার সন্ধ্যায় হানিফ সংকেতের ফেসবুক পেজ থেকে এ খবর জানিয়ে লেখা হয়, ‘সুহৃদ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি কিছুক্ষণ আগে কে বা কারা আমার এই পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

এরপর লেখা হয়েছে, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন সেজন্যে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

এদিকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে হানিফ সংকেত বলেন, ‘হ্যাঁ, অল্প কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল আমার পেজটি। ২-৩ মিনিটের জন্য কী যেন হয়ে গেল। 

পরে আমার টেকনিক্যাল টিম এসে বলল, স্যার একটু ঝামেলা হয়েছিল। আমি তো এসব দেখি না, জানিও না। অফিসেও ছিলাম না। দেখতে পারিনি কী হয়েছে না হয়েছে। খুব অশ্লীল একটি ছবি নাকি দেওয়া হয়েছিল। আমার টেকনিক্যাল টিমের সবাই লেগে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই তারা উদ্ধার করে পেজটি।’

ইত্যাদির মাধ্যমে সমাজের বিভিন্ন অবক্ষয় তুলে ধরেন হানিফ সংকেত। দেন সচেতনতার বার্তা। তবে হ্যাকারদের উদ্দেশে কোনো বার্তা নেই তার। বিষয়টি একেবারেই আমলে নিচ্ছেন না বলে জানান নন্দিত এ মিডিয়া ব্যক্তিত্ব। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft