বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
তবে কি আর্নে স্লট হচ্ছেন অলরেডদের নতুন কোচ?
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন

চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ। ফলে অলরেডদের নতুন কোচ কে হতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ওনেকদিন আগে জানিয়েছিলেন, আর্নে স্লট হতে পারেন অল রেডদের নতুন কোচ। 

এবার ডাচ কোচ নিজেও শোনালেন লিভারপুলের ডগআউটে আশার কথা। আপতত এ নিয়ে আলোচনা চলছে দুই ক্লাবের মধ্যে, এমনটায় জানায় ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। 

জানা যায়, ডাচ লিগে ফেনুর্ডর সঙ্গে আর্নে স্লটের চুক্তি রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। ফলে এর আগে ডাচ কোচকে উড়িয়ে নিতে হলে রিলিজ ক্লজের পুরো অংক দিতে হবে লিভারপুলকে। যেটা অল রেডদের পক্ষে কঠিন। 

তাই অল রেডরা চাইছে কিছুটা কম অর্থ দিতে। এ কারণে দুই ক্লাব আলোচনা করে অংকটা নির্ধারণ করতে চাচ্ছে। ফেনুর্ড ও লিভারপুলের বৈঠকের খবরটি নিশ্চিত করেছেন স্লট নিজেই। ইংলিশ ফুটবলে আসতে তিনিও মরিয়া হয়ে উঠেছেন। ডাচ কোচের বিশ্বাস নতুন মৌসুমে ইয়ুর্গেন ক্লপের শূন্যস্থান পূরণ করবেন তিনি। এ প্রসঙ্গে ইএসপিএন ফুটবলকে স্লট বলেছেন, ‘আমি ওখানে (লিভারপুলে) কাজ করতে পারলে ভালো লাগবে।’

৪৫ বছর বয়সী ডাচ কোচ যোগ করেন, ‘আমি বলতে পারি দুই ক্লাব সমঝোতার চেষ্টা করছে। তাদের মধ্যে একবার বৈঠকও হয়েছে। আমি (সিদ্ধান্তের) অপেক্ষা করছি। আশা করছি ভালোকিছু হবে।’ শুধু স্লট নয়, লিভারপুলের কোচ হওয়ার দৌড়ে আছেন হোসে মরিনহোও। তবে পর্তুগিজ কোচের সম্ভাবনা ক্ষীণ।

ক্লপের অধীনে সম্ভাব্য সব শিরোপাই জিতেছে লিভারপুল। গত জানুয়ারিতে ক্লাব ছাড়ার অগ্রিম ঘোষণা দেন জার্মান কোচ। ক্লপ জানান, মৌসুম শেষে বিদায় নেবেন তিনি। এরপর ক্লাবের সাবেক ফুটবলার ও বায়ার লেভারকুসেন প্রধান কোচ জাবি আলোনসোর জন্য চেষ্টা করে লিভারপুল। কিন্তু স্প্যানিশ কোচ জানিয়ে দেন, আপাতত দলবদল করবেন না তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft