শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
টি-২০ বিশ্বকাপের শুভেচ্ছা দূত যুবরাজ
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৭:২৪ অপরাহ্ন

২০০৭ সাল, স্টুয়ার্ট ব্রডকে ডারবানে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেটা ছিল প্রথম বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেবার সংক্ষিপ্ত আসরের এই টুর্নামেন্ট মাঠে গড়িয়েছিলো প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে। সেখানেই মহেন্দ্র সিং ধোনির হাতে উঠেছিল বিশ্বকাপ। যুবরাজ সিং গড়েছিলেন নজির। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে ৩৬ দিন বাকি। মেগা ইভেন্টের বল গড়ানোর ঠিক ৩৬ দিন আগে ছয় ছক্কার মালিককে বিশ্বকাপের অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসি। এর আগে ক্রিস গেইল এবং গতিতারকা উসাইন বোল্টকে বিশ্বকাপের অ্যাম্বাসেডর করার ঘোষণা দিয়েছিল আইসিসি। এবার যুবরাজকে একই দায়িত্ব দিয়েছে আইসিসি।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ উঠলে নস্ট্যালজিক হয়ে পড়েন যুবি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বকাপের অ্যাম্বাসাডর ঘোষিত হওয়ার পরে ২০০৭ বিশ্বকাপের কথা মনে করিয়ে যুবরাজ জানিয়েছেন, ‘আমার খুব প্রিয় কিছু স্মৃতি এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে, যেখানে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর ঘটনাও রয়েছে। ফলে এই আসরের সাথে সংযুক্ত থাকার বিষয়টি দারুণ হতে যাচ্ছে যা কিনা আবার সবচেয়ে বড় আসর হওয়ার পথে রয়েছে।’

যুবরাজ আরো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলার জন্য দারুণ একটি জায়গা যেখানে সমর্থকরা খেলা দেখতে চলে আসার বিষয়টি দারুণ আবহ সৃষ্টি করে সেখানে। এছাড়া ক্রিকেট যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ছে, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে তার অংশ হতে পেরে দারুণ রোমাঞ্চিত। নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ যেকোনো খেলাতেই এ বছরের অন্যতম বড় ম্যাচ হতে যাচ্ছে। নতুন স্টেডিয়ামে দুনিয়ার সেরা ক্রিকেটারদের খেলা দেখতে পারার বিষয়টি বেশ সম্মানজনক হতে যাচ্ছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft