প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৪:১০ অপরাহ্ন
বুধবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাসই গড়ে ফেলেছেন ইন্দোনেশিয়ার অফস্পিনার রোহমালিয়া। এক ম্যাচে কোনো রান না দিয়েই নিয়েছেন ৭টি উইকেট।
শুধু নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটেই নয়, পুরুষ এবং নারী মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যানের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
বালিতে মঙ্গোলিয়ার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৩.২ ওভার বল করে রোহমালিয়া কোনও রান না দিয়ে ৭টি উইকেট তুলে নেন। তার তিনটি ওভারই মেইডেন। বাকি যে দুই বল করেছেন, তাতেও কোনও রান হয়নি। এটি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ছিল তার অভিষেক ম্যাচ!
১৭ বছর বয়সী এই অফস্পিনারের আগে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগার ছিল নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিকের। তিনি ২০২১ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ জোন কোয়ালিফায়ারে ফ্রান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২টি মেইডেন দিয়েছিলেন। ৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন ফ্রেডেরিক।
সামগ্রিকভাবে রোহমালিয়া টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেট নেওয়া ইতিহাসের চতুর্থ বোলার। তার আগে এই রেকর্ড আছে নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিক (৭/৩), আর্জেন্টিনার অ্যালিসন স্টকস (৭/৩) আর মালয়েশিয়ার সায়াজরুল এজাত ইদ্রাসের (৭/৮)।