মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
শীর্ষে ওঠার লড়াইয়ে সিটি
প্রকাশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৩:০৭ অপরাহ্ন

গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাইটনের মাঠ থেকে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে ম্যানসিটি। জোড়া গোল করেন ফিল ফোডেন।

এই জয়ের পর ৩৩ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট এখন ৭৬। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট বেশি আর্সেনালের। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে জমে উঠেছে লড়াই, তিন দলেরই শিরোপা জয়ের সুযোগ রয়েছে।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে ১৭ মিনিটে বক্সের মধ্যে দারুণ ডাইভিং হেডে গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইনা। এরপর ৮ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ফিল ফোডেন। ২৬ মিনিটে ফ্রি কিক আর ৩৪ মিনিটে বার্নাদো সিলভার অ্যাসিস্টে বল জালে জড়ান তিনি।

৩৪ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যাওয়া সিটির চতুর্থ গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬২ মিনিট পর্যন্ত। ওয়াকারের প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে রুখে দেওয়ার পর ফিরতি বল ফাঁকা জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১০ ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি।

বাকি সময়ে বেশ কিছু সুযোগ পেলেও আর গোলের দেখা পায়নি সিটি। ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

ঘরের মাঠে এই বড় হারের পর ৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ব্রাইটন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft