প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
৪০০ বছর আগে গল্প নিয়ে সিনেমা বানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। ঈদে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শরিফুল রাজ। অন্যদিকে অভিষিক্ত নায়িকা মন্দিরা চক্রবর্তীকে বলা হচ্ছে ঢালিউডের সেরা সংযোজন।
ছবিটি নিয়ে কথা বলতে বিভিন্ন অনুস্থানে একসঙ্গে দেখা যাচ্ছে মন্দিরা রাজকে। দুজনে কথা বলছেন, হাসছেন, খুনসুটি করছেন। এরকম এক পরিবেশে রাজকে নিজের রাজা বানাতে চাইলেন মন্দিরা।
এক প্রশ্নের জবাবে নায়িকা মন্দিরা বলেন, তখনকার সময় আমি অবশ্যই কোনো রানি থাকতাম। রানির ট্রিট পেতাম। তখন কোন রাজার সঙ্গে বিয়ে হতো, সেটা বলতে পারব না। অবশ্যই আমি রাজকেই বানাতাম; কারণ, আপাতত “কাজলরেখা”য় সে–ই আমার রাজা। তো আমি তাকেই বানাতাম।
মন্দিরা আরো বলেন, আমি সেলিম ভাইয়ের সঙ্গে একটা প্রজেক্ট করেছিলাম। তারপর কাজলরেখার সঙ্গে আমার মিল খুঁজে পেয়েছেন তিনি। সেলিম ভাইয়ের সবকিছুই ভালো, শুধু রেগে গেলে কেমন কেমন করেন। রাজ যখন প্রথম আমাকে দেখেছিল সেলিম ভাইয়ের অফিসে, তখন ভাইকে হঠাৎ করে রাজ বলে, আপনি তো রাশমিকাকে নিয়ে আসছেন। ও তো রাশমিকার মতো দেখতে।
রাজ-মন্দিরা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, খায়রুল বাশার, রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের প্রমুখ।