বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
হিটলারের চেয়েও নেতানিয়াহু ভয়ানক: ওবায়দুল কাদের
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১:১০ অপরাহ্ন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসী জার্মানির শাসক এডলফ হিটলারের চেয়েও ভয়ানক বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরার সময় তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, আজকে সারা বিশ্বই বলতে গেলে একটা রণক্ষেত্রে রূপ নিয়েছে। মনে হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের যে দাম্ভিকতা, সেটা আবারও নতুন করে আমরা বিশ্ব রাজনীতিতে দেখছি। হিটলার ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল। গাজায় একই ভূমিকায় নেতানিয়াহু।

সেতুমন্ত্রী বলেন, হিটলারের চেয়ে ভয়ংকর হয়ে উঠছে ইসরায়েল। তারা নির্বিচারে গাজায় মানুষ হত্যা করছে, শিশুদের হত্যা করছে। ইসরায়েল কারও কথা শুনছে না, কোনো নির্দেশনা মানছে না।

তেল আবিব 'হোয়াইট হাউসের কথা মানে না' বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, নেতানিয়াহুর দাপটে সামনের দিনগুলোতে মনে হয় হিটলারকেও ছাড়িয়ে যাবে। নেতানিয়াহু হলো এই যুগের হিটলার। হিটলারের চাইতেও ভয়ানক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft