প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
ছুটি, প্রিয়জন, পরিবার। এই শব্দ তিনটির সঙ্গে মিলেমিশে আছে আনন্দ ও বেদনা। আপনজনকে পাশে পাওয়ার আনন্দ আর হারানোর বেদনা। সব মিলে কেটেছে এবারের ঈদে ঘরে ফেরা। এখন শুরু হয়েছে ফিরতি পথের যাত্রা। ঈদের সঙ্গে নববর্ষ যুক্ত হওয়ায় এবার ছুটি হয়েছে লম্বা। ফলে ধাপে ধাপে ঢাকা ছেড়েছে মানুষ। ফিরছেও সেভাবেই।
এতে করে ঘরে ফেরা ছিল স্বস্তির। সড়ক, মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়নি। অবশ্য শেষ মুহূর্তে ট্রেন যাত্রীর চাপ সামাল দিতে পারেনি। তবে বাকি সময়টা ছিল স্বাভাবিক।
আবার শেষের চাপ সামাল দিতে হিমশিম খেয়েছে লঞ্চ। ফলে লঞ্চের অব্যবস্থাপনা নিয়ে উঠেছে প্রশ্ন। ছুটি শেষে গতকাল সোমবার ছিল প্রথম কর্মদিবস। তবে অফিসপাড়া এদিন তেমন জমেনি। রাজধানীর মূল সড়কগুলো ছিল ফাঁকা।
কোনো সড়কেই গাড়ির চাপ দেখা যায়নি। যদিও ছুটি কাটিয়ে কাজে ফিরতে শুরু করেছেন অনেকে। তবু রাজধানীতে ঈদের আমেজ কাটতে আরো কিছুটা সময় লাগবে।