বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
রোহিতদের ডেরায় কঠিন পরীক্ষায় নামছেন মোস্তাফিজরা
প্রকাশ: রোববার, ১৪ এপ্রিল, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন

আইপিএলে সবচেয়ে বেশি শিরোপা জয়ী দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দুই দলই জিতেছে পাঁচটি করে শিরোপা। সর্বোচ্চ সংখ্যকবার চ্যাম্পিয়ন হওয়া এই দুই দলই আজ মাঠে নামছে একে অপরের বিপক্ষে। মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ম্যাচটি।

মুম্বাইয়ের বিপক্ষে আজ ম্যাচটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ায় তা চেন্নাইয়ের বোলারদের জন্য বেশ কঠিন হতে চলেছে- এমন ধারণাই করছেন বিশ্লেষকরা। এবারের আসরে শুরুটা ভালো করতে পারেনি নীল জার্সিধারীরা। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই হেরে যায় নিজেদের প্রথম তিন ম্যাচই।

তবে টানা দুই জয় দিয়ে চেনা ছন্দে ফেরার আভাস দিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। জয় পাওয়া সবশেষ দুইটি ম্যাচই মুম্বাই খেলেছে নিজেদের ঘরের মাঠে। আর এই দুই ম্যাচে বেশ ছন্দে ছিলেন রোহিত শর্মা, ইশাণ কিষাণ, রোমারিও শেফার্ডরা।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ২৩৪ রান করে জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দেয় ১৯৭ রানের সংগ্রহ তাড়া করতে নেমে ২৭ বল হাতে রেখে জয় তুলে নেয় মুম্বাই। ব্যাট হাতে ফর্মে আছেন দলটির সব ব্যাটাররাই। একই সঞগে চোট কাটিতে দলে ফিরেই ঝড়ের বার্তা দিয়েই রেখেছেন সূর্যকুমার যাদব। সবশেষ ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে তিনি খেলেছেন ১৯ বলে ৫২ রানের ইনিংস।

ওয়াংখেড়ের ছোট বাউন্ডারির ব্যাটিং স্বর্গে তাই আজ মোস্তাফিজুর রহমানদের কঠিন পরীক্ষা দিতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে এরই মধ্যে এল ক্লাসিকো আখ্যা পাওয়া এই ম্যাচে চেন্নাই আজ মাথিশা পাথিরানাকে দলে পয়াবে কি না তাও নিশ্চিত নয়।

মুম্বাইয়ের বিপক্ষে আজকের এই ম্যাচটি মোস্তাফিজের জন্যও নিজের হারানো মুকুট ফিরে পাওয়ার দারুণ এক সুযোগ। টুর্নামেন্টে এখনো পর্যন্ত ১১ উইকেট নিয়ে পার্পল ক্যাপ নিজের কাছে রেখেছেন ভারতীয় স্পিনার যুজুবেন্দ্র চাহাল। দুইয়ে আছেন মুম্বাইয়ের জস্প্রীত বুমরাহ, তাঁর উইকেট সংখ্যা ১০টি। এরপর ৯ উইকেট নিয়ে তিনে আছেন মোস্তাফিজ। তিনি অবশ্য ম্যাচ খেলেছেন কেবল চারটি।

তবে এবারের আসরে মোস্তাফিজের নেয়া ৯ উইকেটের ৮টিই এসেছে চেন্নাইয়ের ঘরের মাঠে। এদিকে ওয়াংখেড়েতে নিজেদের সবশেষ ম্যাচেই বল হাতে নিজের নৈপুণ্য দেখিয়েছেন বুমরাহ। রান বন্যার ম্যাচে তিনি ছিলেন দারুণ কিপটে, চার ২ভারে ২১ রান দিয়ে ঝুলিতে পুরেছেন ৫টি উইকেট। তাই পার্পল ক্যাপের দৌড়ে বুমরাহকেও টেক্কা দিতে হবে মোস্তাফিজকে। সব মিলিয়ে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে চেন্নাইয়ের জন্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft