মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্ক, বহুতল ভবন থেকে ঝাঁপ ইউটিউবার জুটির
প্রকাশ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্কে ছিলেন ভারতের দুই ইউটিউবার জুটি গর্বিত এবং নন্দিনী। একসঙ্গেই ইউটিউবের জন্য বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করতেন তারা। শনিবার (১৩ এপ্রিল) ভোরে একটি বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন দু’জন। 

যেই ভবনে তারা বাসতে করতেন সেখানে সাততলা থেকে ঝাঁপিয়ে পড়েন এই জুটি। ঘটনাস্থলেই মারা যান দু’জন। নিউ দিল্লি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে হরিয়ানার বাহাদুরগড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গর্বিতের ২৫ ও নন্দিনীর বয়স ২২ বছর। দুজনেই ইউটিউবে কন্টেন্ট বানাতেন। নিজেদের ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্মসহ নানা ধরণের ভিডিও প্রকাশ করতেন। কিছুদিন আগেই তারা দেরাদুন থেকে হরিয়ানার বাহাদুরগড়ে এসে একটি ফ্ল্যাট নিয়ে একসঙ্গে থাকা শুরু করেন। ওই ভবনের সাততলায় লিভ ইনে ছিলেন এই জুটি। 

পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৬টা নাগাদ তারা আত্মহত্যা করেন। শুক্রবার রাতেও একসঙ্গে শুটিং করেছিলেন। কিন্তু বাড়ি ফিরতেই তাদের মাঝে কিছু নিয়ে অশান্তির সৃষ্টি হয়েছিল। যারই রেশ ধরে আত্মহত্যা করতে পারেন। তবে পুরো বিষয়টি এখনও স্পষ্ট নয়। 

এদিকে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, একই সঙ্গে বোঝার চেষ্টা চলছে তারা দুজন কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করল। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft