প্রকাশ: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন
দীর্ঘ সময় ধরে অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে গিয়েছেন দলটির অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাস। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শুক্রবার (১২ এপ্রিল) বেলা ৩টায় ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশান বাসভবনে যান বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
এসময় তার শারীরিক অবস্থাসহ সার্বিক খোঁজখবর নেন তিনি।
২০২৩ সালের ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ড. খন্দকার মোশাররফ হোসেন। ফলশ্রুতিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী।
দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিও থেরাপি নেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এরপর সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বছরের ৫ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। সেবার প্রায় আড়াই মাস সিঙ্গাপুরে থেকে চিকিৎসা নেন বিএনপির বর্ষিয়ান নেতা।