বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ঈদ মাতাতে আসছে ‘নোলক’
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন

দরজায় কড়া নাড়ছে ঈদ। বড় ও ছোট পর্দায় মন মাতানো সব সিনেমা দেখানো হয় এই উৎসবকে কেন্দ্র করে। সেই ধারাবাহিকতায় ঈদের দিনই প্রচার হতে চলেছে জনপ্রিয় জুটি শাকিব খান ও ইয়ামিন হক ববি অভিনীত সিনেমা ‘নোলক’। দুপুর ১টায় দীপ্ত টিভিতে হবে ‘নোলক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।

সাকিব সনেট পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, তারিক আনাম খান, রজতাভ দত্ত, নিমা রহমান প্রমুখ।

নির্মাতা বলেন, ‘আমার ছবিটি সিনেমা হলে সুপারহিট। এরপর আমরা বিভিন্ন দেশে পুরস্কার ও প্রশংসা পেয়েছি। কিন্তু অনেকেই তো ছবিটি দেখতে পাননি। তাই এবার টিভিতে দেখানোর ব্যবস্থা করছি। যাতে নোলক আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে।’

সিনেমার কাহিনিতে দেখা যায়, দু’ভাই গ্রামে বাস করেন। পারিবারিক সূত্রে তারা অনেক সম্পদের মালিক। কিন্তু দুই ভাইয়ের হাতে তেমন কোনো কাজ নেই। তারা একে অপরকে খুব ভালোবাসেন। এমনকি পরামর্শ দেওয়ার জন্য দুজন উপদেষ্টাও আছেন। বড় ভাইয়ের ছেলে সব সময় বন্ধুদের নিয়ে হৈ-হুল্লোড় করে সময় কাটান। অন্যদিকে ছোট ভাইয়ের মেয়েও বান্ধবীদের নিয়ে ব্যস্ত দিন পার করেন। দুই ভাইয়ের সন্তানদের মধ্যে কথার লড়াই ও ঝগড়াঝাটি লেগেই থাকে। কিন্তু পারিবারিক বৈরিতা এই দুজনকে কাছে টেনে আনে। সন্তানদের সম্পর্ককে কেন্দ্র করেও বাড়তে থাকে দুই ভাইয়ের দূরত্ব। এর মধ্য দিয়েই ছবিটির গল্প এগিয়ে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft