বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
এ ঈদে আমাকে কেউ কিচ্ছু দেয়নি: ফারিন খান
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন

দুয়ারে কড়া নাড়ছে ঈদ। আমেজ ছড়িয়ে গেছে সবখানে। উদযাপনের জন্য প্রস্তুত সবাই। শোবিজ অঙ্গনের মানুষজনও তার ব্যতিক্রম নন। শত ব্যস্ততার মাঝে তাদেরও রয়েছে ঈদ পরিকল্পনা।  

তিনি বলেন, ‘আমি একটি এতিমখানার সঙ্গে সম্পৃক্ত আছি। ঈদের দিন ওখানে সময় দেব। ওদের সঙ্গে দুপুরের খাবার খেয়ে বাসায় আসব। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাব। আমার বাসা তো সাভারে। আত্মীয় স্বজন সব এখানে। তাদের সঙ্গে সময় কাটাব। ঈদের পরের দিন রেখেছি আমার মিডিয়ার সহকর্মীদের জন্য। ওইদিন তাদের সবার সঙ্গে সময় ভাগ করে নেব। এছাড়া নিজের অনেকগুলো কাজ বের হচ্ছে এবার। সেগুলো বসে দেখব ও ফেসবুকে পোস্ট করব।’

ব্যাটারির গলির ক্রাশ জানান, ‘এ ঈদে সবার জন্য গিফট কিনেছেন। তিনি বলেন, আমি আমার পরিবারের সবাইকে ঈদে উপহার দিয়েছি এবার। তাতে সব মিলিয়ে এক থেকে দেড় লাখ টাকার গিফট কিনতে হয়েছে। পরিবারে যে যে আছে বলতে পারেন চোদ্দগোষ্ঠীকে ঈদ উপহার দিয়েছি এবার।’

তবে ফারিন সবাইকে দিলেও এবার ঈদে তাকে কেউ কিছুই দেয়নি। তাই ঠোঁট ফুলিয়ে অভিনেত্রী বলেন, ‘এ ঈদে আমাকে কেউ কিচ্ছু দেয়নি। সবাই বলে, আমি নাকি বড় হয়ে গেছি। আমার নাকি গিফট নেওয়ার বয়স নেই। শুধু এক আপু একটি পোশাক দিয়েছেন।’

অভিনেত্রীর মতে ছোটবেলার ঈদ ভালো ছিল। উপহারে উপচে যেত দুই হাত। এমনটা উল্লেখ করে বলেন, ‘ছোটবেলার ঈদ অনেক ভালো ছিল, আনন্দের ছিল। আমি আমার নানুবাড়ির একমাত্র মেয়ে ছিলাম। অনেক গিফট পেতাম। মামা-খালারা দিতেন। কিন্তু এখন আর কেউ দেয় না। উল্টো তারা আমার কাছ থেকে গিফট নেন। এ বছর কোনো গিফটই পেলাম না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft