বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত, কারণ কী
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

 
গুজরাট টাইটান্স ছেড়ে পুরোনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পান্ডিয়া। দলটির অধিনায়কত্বও পেয়েছেন তিনি। কিন্তু তার নেতৃত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের শুরুটা ভালো করতে পারেনি মুম্বাই। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে দলপতি করাটাকে অনেকে ভালো চোখে দেখছেন না। 

চলতি আইপিএলে তিনটি ম্যাচ খেলতে নেমেই সমর্থকরা দুয়ো দিতে থাকেন পান্ডিয়াকে। এদিকে দলের দায়িত্ব হারিয়ে খুশি নন রোহিত! এর সঙ্গে দলের এমন পারফরম্যান্সে ড্রেসিংরুমের পান্ডিয়ার সঙ্গে সম্পর্কেও চিড় ধরেছে তার। পরিস্থিতি এতটাই খারাপ রোহিত মুম্বাই দল ছাড়তে পারেন। এমনটায় জানায় ভারতীয় গণমাধ্যম নিউজ২৪ স্পোর্টসের এক প্রতিবেদনে।

প্রতিবেদনের তথ্য অনুসারে; নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বইয়ের এক ক্রিকেটার সংবাদমাধ্যমে জানিয়েছেন, হার্দিকের অধিনায়কত্বের জন্যই দুই জনের মধ্যে সমস্যা হচ্ছে। মাঠে হার্দিকের অনেক সিদ্ধান্ত মানতে পারছেন না রোহিত। তিনি নিজের মতামত জানাচ্ছেন। সেগুলি আবার হার্দিক শুনছেন না। তিনি নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে খেলা শেষে সাজঘরে ফিরেও প্রকাশ্যে ঝগড়া করছেন তারা। তাতে দলের পরিবেশ আরও খারাপ হচ্ছে।

এদিকে আরও জানা যায়, মৌসুমের মাঝপথে মুম্বাইয়ের নেতৃত্বেও পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে পরিবেশ নিজের অনুকূলে আনতে আর বড়জোর ২টি ম্যাচ পবেন পান্ডিয়া। অবস্থার পরিবর্তন না এলে অধিনায়কত্ব হারাতে পারেন তিনি। ফলে চলমান আসর শেষে রোহিত যদি দল ছাড়েন এউ হিটম্যান খ্যাত তারকাকে আইপিএলের যে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে পেতে চাইবে। যদি এ ঘটনা বাস্তব রুপ নিয়ে থাকে আইপিএলের আগামী নিলামে রোহিত শর্মা অন্যতম আকর্ষণ হতে চলেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft