ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতে মিশন হেক্সা সম্পূর্ণ করা অস্ট্রেলিয়া দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল ২০২৪-২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২৩ ক্রিকেটার। যার মধ্যে রয়েছে চারটি নতুন মুখ।
এছাড়াও গেল বছর চুক্তিতে ছিলেন এমন খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন মোট পাঁচ জন। যাদের মধ্যে মার্কাস স্টোনিয়াস এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নারও বাদ পড়েছেন। সেই সঙ্গে বাদ পড়েছেন মার্কাস হ্যারিস, অ্যাস্টন আগার ও মাইকেল নেসারের মতো ক্রিকেটাররা। প্রথম বারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন পেসার নাথান এলিস, জাভিয়ের বার্টলেট, ম্যাট শর্ট এবং অ্যারন হার্ডি।
এবার নতুন করে চুক্তিতে স্থান পাওয়া ক্রিকেটারদের নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, 'ম্যাট, অ্যারন ও জাভিয়ের তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা দারুণভাবে রাঙিয়েছে। তাদের পারফরম্যান্স এবং তারা বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছে। আমরা আশা করি, তারা সামনে আরো ভালো করবে।'
সেই সঙ্গে এবারের চুক্তিতে জায়গা না পাওয়া অজি তারকা ক্রিকেটার মার্কাস স্টোনিয়াসের বিষয়ে জর্জ বেইলি বলেন, 'সে কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও সে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের প্ররিকল্পনায় ভালোভাবে রয়েছে।'
প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, শন অ্যাবট, জাভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, উসমান খাজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, টড মারফি, ঝাই রিচার্ডসন, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।