প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৮:১৬ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষর্থী প্রতীক রসুল। তিনি ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে ১১১ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
বিজ্ঞান ইউনিটে ১ লাখ ৯ হাজার ৩৬৩ জন অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। এদিন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটের ফলাফলও প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ১ মার্চ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।