বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
সেই শত্রুকে নিয়ে যা বললেন পরীমণি
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৪:১৮ অপরাহ্ন

পরীমণির মনে মেঘ জমলে বাজ পড়ে সামাজিক মাধ্যমে। সোজা কথায় বললে মনের বেদনা ক্ষোভ নির্দ্বিধায় তিনি উগরে দেন নেট দুনিয়ায়। এর আগে একাধিকবার এরকম হয়েছে। এবারও ব্যতিক্রম হলো না। 

মঙ্গলবার নিজের ফেসবুকে পরী লিখেছেন, ‘যে বা যারা আমার শক্রর সাথে বন্ধুত্ব করে আজ থেকে কোনোদিন আমি তাদের মুখও দেখতে চাই না । অনেক তো হলো।’

তবে কাকে বা কাদের নিয়ে নায়িকার এমন মন্তব্য সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। প্রকাশ করেননি কারও নাম। অবশ্য তার অপেক্ষায় নেটাগরিকরা। তাদের ধারণা এক নারী পরিচালককে নিয়ে পরীর এই মন্তব্য।

এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘এই শত্রু পরিচালকও  হতে পারে, আবার ভাই-বন্ধুও হতে পারে। বলব না। তবে যার বোঝা সে এতক্ষণে বুঝে গেছেন। অন্যদের না বুঝলেও চলবে।’

নায়িকা আরও বলেন, ‘আমার সঙ্গে যার ঝামেলা, যে আমার শত্রু, তার  সঙ্গে ঘটনার পরের সারা দিনই ওই মানুষটি ছিলেন। আহারে, আমার শত্রুর সঙ্গে তিনি হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আমাকে যেভাবে ভালোবাসা দেখান, এখন মনে হচ্ছে, এ ভালোবাসা পুরোপুরি ভুয়া। আমিও তাকে সরল মনে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, নানা সময়ে পাশে দাঁড়িয়েছিলাম। এখন মনে হচ্ছে, এসব আমার জন্য বৃথা, কষ্ট পেয়েছি আমি।’

বিরতি কাটিয়ে ফেরার পর একে একে বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন পরীমণি। শেষ করেছেন ‘ডোডোর গল্প’ছবির কাজ। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। নাম লিখিয়েছেন টলিউডে। 

সেখানকার ‘ফেলুবকশি’ নামের একটি ছবিতে দেখা যাবে তাকে। এতে তার পরীতে আছেন সোহম চক্রবর্তী। এরইমধ্যে শুরু হয়েছে শুটিং। ‘খেলা হবে’ নামে আরও একটি সিনেমাও রয়েছে পরীর হাতে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft