প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১:০৩ অপরাহ্ন
হঠাৎ খেলার মাঠে বিভিন্ন প্রাণীদের অনুপ্রবেশ হরহামেসাই ঘটে। এতে খেলা সাময়িক বিঘ্ন হলেও এটিকে ইতিবাচক ভাবেই নেন সবাই। অবলা প্রাণীদের ওপর নিষ্ঠুর হন না কেউ। তবে উল্টো ঘটনা ঘটলো ভারতের আইপিএলে।
হঠাৎ মাঠে ঢুকে পড়া একটি কুকুরকে তাড়াতে মারা হচ্ছে লাথি। আইপিএল ম্যাচ চলাকালীন এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
অবলা এই পথ কুকুরের ওপর এমন আচরণের প্রতিবাদ জানিয়েছেন অনেকে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।
সম্প্রতি, ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া যখন বল করতে যাচ্ছিলেন, তখনই একটি কুকুর মাঠে ঢুকে পড়েছিল। এই পর্বের কারণে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ ছিল। কুকুরটি ঢুকলে হার্দিক ধরার চেষ্টা করলেও কুকুরটি পালিয়ে গিয়েছিল অন্যদিকে।
কুকুরটি অনেকক্ষণ অন্য খেলোয়াড়দের ফাঁকি দিলেও শেষ পর্যন্ত গ্রাউন্ডকিপার কুকুরটিকে ধরে ফেলেছিলেন। তাকে তাড়ানোর জন্য রীতিমত লাথি মারতে দেখা গিয়েছিল তাদের।
এদিকে ‘স্ট্রিট ডগস অফ বম্বে’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আইপিএল- এর নিরাপত্তা এবং গ্রাউন্ড স্টাফরা যেভাবে এই কুকুরটিকে লাথি মারছিলেন তার সমালোচনা করে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
পোস্টটিতে লেখা হয়, সাম্প্রতিক আইপিএল ম্যাচ চলাকালীন, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যা অনেককেই হতবাক করেছে।
অপরদিকে বরুণ ধাওয়ান এই অন্যায় অবিচারটি একেবারেই ভালো চোখে দেখেননি।
সরাসরি ক্লিপটি পুনরায় শেয়ার করে লিখেছেন, একটি কুকুর ফুটবল নয়। এছাড়াও, কুকুরটি কাউকে কামড়াচ্ছে না বা ক্ষতি করছে না। যাই হোক না কেন আরও ভালো ব্যবস্থা করা প্রয়োজন ছিল।