প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ন
আসছে জুনেই আয়োজিত হবে কোপা আমেরিকা। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সামনে এবার আরও একবার এ টুর্নামেন্ট জয়ের হাতছানি। এর আগেই দুইটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা যার একটিতে আজ শনিবার ভোরে মাঠে নামবে তারা। এল সালভাদরের বিপক্ষে ম্যাচটি শুরু হবে সকাল ছয়টায়।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এল সালভাদরের বিপক্ষে ম্যাচটির পর আগামী ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিসিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বিশ্বজয়ীরা।
এদিকে এই ম্যাচ দুইটি সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিলেন লিওনেল স্কালোনি। তবে এরপরই আলবিসেলেস্তেদের স্কোয়াডে মিলেছে দুঃসংবাদ। চোটের কারণে এই দল থেকে ছিটকে গেছেন পাওলো দিবালা। এরপর ফুটবল জাদুকর মেসিও ছিটকে গেছেন দল থেকে। চোটের কারণে তিনিও খেলতে পারবেন না এই ম্যাচে।
এদিকে দিবালা-মেসির বদলে দলে নতুন কারো আর কাউকে নেননি বিশ্বজয়ী কোচ স্কালোনি। মেসি-দিবালা না থাকায় এল সালভাদরের বিপক্ষে ম্যাচটিতে বাড়তি দায়িত্ব নিয়েই খেলতে হবে দলে থাকা বাকি দুই স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ।
এদিকে ইন্টার মিলান এবং ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এই দুই আর্জেন্টাইন তারকা ক্লাব পর্যায়ে ভালো ফর্মে থাকলেও জাতীয় দলে দীর্ঘদিন ধরে গলখরায় ভুগছেন। মেসি না থাকার ম্যাচে আলবিসেলেস্তেদের হয়ে জ্বলে ওঠতে পারবেন কি না তাই এখন দেখার বিষয়।