প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন
চলতি বছর চীনা পর্যটকদের জন্য ভিসা ফ্রি প্রবেশের সুবিধার জন্য পর্যটকদের সংখ্যা করোনা মহামারির পূর্বে যে অবস্থায় ছিল সেখানে পৌঁছাতে পারে।
মালয়েশিয়ার ইনবাউন্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি মিন্ট লিয়ং বলেন, পর্যটক সংখ্যা জানুয়ারিতে এক তৃতীয়াংশ বেড়ে ৬০ হাজারে পৌঁছায়। পরবর্তীতে ফেব্রুয়ারিতে আরও ৫০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ লাখ ২০ হাজারে।
লিয়ং বলেন, করোনা মহামারির পর চীনা নববর্ষ শুরু হওয়ায় পর্যটক সংখ্যা বেড়েছে। তিনি আশা করছেন এ বছর ৩৫ থেকে ৪৫ লাখ চীনা নাগরিক মালয়েশিয়া ভ্রমণ করবেন।
মালয়েশিয়া ভ্রমণের জন্য একজন পর্যটকের ৬ হাজার মালয়েশিয়া রিঙ্গিত খরচ হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৮০ থেকে ১ লাখ টাকার কাছাকাছি।
করোনা মহামারির আগে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ানদের পরই মালয়েশিয়ায় ভ্রমণে চীনাদের অবস্থান ছিল। ২০১৯ সালে প্রায় ৩১ লাখ চীনা মালয়েশিয়া ভ্রমণ করেন।
মালয়েশিয়া সরকার আশা করছেন ২০২৪ সালে ৫০ লাখ চীনা নাগরিক তার দেশে ভ্রমণ করবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার পঞ্চম অর্থনীতির দেশ মালয়েশিয়া করোনা মহামারির পর পর্যটন শিল্পকে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।