প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৪:৩২ অপরাহ্ন
ক্ষণে ক্ষণে বাড়ছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে বাজারভেদে আলুর দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। দাম বৃদ্ধির কারণ অজানা খুচরা বিক্রেতাদের। বৃহস্পতিবার (২১ মার্চ) সপ্তাহের শেষ দিনে রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
বিক্রেতাদের ভাষ্য, আলুর দাম বেড়েছে চার-পাঁচদিন আগেই। চলতি সপ্তাহের শুরুতেই পাইকারি বাজারে আলুর দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।
তবে সম্প্রতি বাজার ব্যবস্থাপনার হাল ধরতে ২৯টি পণ্যের মূল্য নির্ধারণ করে দেয় সরকার। যেখানে পাইকারি ও খুচরা পর্যায়ের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছিলো।
সরকারি নির্দেশনা অনুযায়ী, খুচরা পর্যায়ে ২৮ টাকা ৫৫ পয়সা হবে প্রতি কেজি আলুর দাম। কিন্তু বাস্তবে তা ঘটছে না। চলতি সপ্তাহের শুরুতেও রাজধানীর বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে।