শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
সিরিজ জয়ের পর যা বললেন শান্ত
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে হেরে বসে টাইগাররা। এতে সিরিজের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। যেখানে আগে ব্যাট করতে নেমে ২৩৫ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। 

শ্রীলঙ্কার দেয়া ২৩৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় তানজিদ তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যাটাররা দ্রুত ফিরলে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। শঙ্কা জেগেছিল জয় নিয়েও। সেই শঙ্কা উড়ে গেছে রিশাদ হোসেনের ঝড়ে। তার ক্যামিওতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তাতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। 

সিরিজ জয় পেয়ে শান্ত বলেন, ‘তামিম যেভাবে শুরুতে ব্যাটিং করেছে, সেটি আমাদের পথটা সহজ করে দেয়। মাঝখানে একটু অফট্র্যাকে গিয়েছিলাম আমরা। তবে, মুশফিক আর রিশাদ অসাধারণ ব্যাটিং করেছে। রিশাদ তো কাজটা খুব সহজ করে দিয়েছে। তার ব্যাটে সব শঙ্কা দূর হয়েছে। লাস্ট সিরিজটা (টি-টোয়েন্টি) আমরা জিততে পারতাম, পারিনি। কিছু ভুল ছিল। সেগুলো শুধরে ওয়ানডে সিরিজ জিততে পেরেছি।’

এদিকে আজ শিরোপা জয়ের পর হেলমেট নিয়ে উদযাপন করে বাংলাদেশ। দুই দলের লড়াই মানেই যেন এখন বেশ উত্তপ্ত এক পরিস্থিতি। এ নিয়ে শান্ত বলেন, ‘না আমরা শুধু উদযাপন করেছি। আমাদের মন মতো উদযাপন করেছি। মনে যেটা আসছে সেটা করেছি। 

সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে উদযাপন হবে। মুশফিক ভাই বিশেষ করে তিনটা ম্যাচে যেরকম এফোর্ট দিয়েছেন এবং বিশেষ করে আজকের ইনিংসটা অন্যতম সেরা ইনিংস আমার মনে হয় উনার অনেকগুলা ইনিংসের মধ্যে। এই তো।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft