প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন
আজ শনিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ-ভারতের দীর্ঘদিনের অবিশ্বাস, সন্দেহের দেয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভেঙে দিয়েছে।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
ওবায়দুল কাদের বলেন, ’৭৫ থেকে ২১ বছর- এ বাংলাদেশ কারা শাসন করেছে এবং এই ২১ বছর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে বৈরিতা সৃষ্টি করেছিল, আমি মনে করি সে কারণে আমাদের দীর্ঘদিনের অনেক সমস্যা। দ্বিপাক্ষিকভাবে আলোচনা করে সব সমাধান করা যায়। সম্পর্ক যদি ভালো থাকে তাহলে আলোচনার টেবিলে আমরা যেকোনো জটিল সমস্যা নিয়েও আলাপ করতে পারি, সমাধান করতে পারি। তার প্রমাণ আমাদের সীমান্ত সমস্যা বাস্তবায়ন, শান্তিপূর্ণ সিটমহল বিনিময়।
তিনি বলেন, সম্পর্ক ভালো বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলোচনা করে ৬৮ বছরের যে সমস্যা, সে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করেছে। এই কৃতিত্ব অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাদের কারণে বাংলাদেশ-ভারত দীর্ঘদিনের অবিশ্বাস, সন্দেহের যে দেয়াল বাধা হয়ে দাঁড়িয়ে ছিল, সেই দেয়াল শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ভেঙে দিয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা সনাতন ধর্মাবলম্বীদের সম্পদ, ধর্মীয় মন্দির- এইসব স্পর্শকাতর বিষয়ে তাদের মনে কষ্ট দেয়, তাদের মন ভেঙে ফেলে তারা সবার শত্রু। বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে থাকলেও এদের আসল পরিচয়- এরা দুর্বৃত্ত। এই দুর্বৃত্তরাই হিন্দুদের বাড়ি-ঘর, জমি দখল করে। তাদের মন্দির ভাঙচুর করে। এই দুর্বৃত্তরা আমাদের সকলের শত্রু। আমাদের ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।