প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৯:০২ অপরাহ্ন
গার্মেন্টস শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও ঈদের বোনাস ২৫ রমজানের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে। শুক্রবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি আহমেদ সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ট্রেড ইউনিয়ন সংঘের সহসভাপতি খলিলুর রহমান, পাদুকা শিল্প শ্রমিক সংঘের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন সৌরভ, ট্রেড ইউনিয়ন সংঘের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন নয়ন, ওএসকে গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ইয়াসিন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমরা দৈনিক ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করে দেশের অভ্যন্তরীণ পোশাকের চাহিদা পূরণ করি। সেসব পোশাক বিক্রি করে মালিকরা গাড়ি-বাড়ি করে, লাভ-মুনাফা করে। তাদের ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বর্তমানে আমরা মানবেতর জীবন-যাপন করছি। কিন্তু এ নিয়ে গার্মেন্টস মালিকদের কোনো মাথা ব্যথা নেই।
তারা আরো বলেন, রমজান এলে শ্রমিকদের মধ্যে ভয় ঢুকে যায়। মালিকরা ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করবে কিনা, এ নিয়ে চিন্তায় থাকতে হয়। মালিকরা বকেয়া না বুঝিয়ে দিয়ে পালিয়ে যায় কিনা সেজন্য পাহারা দিতে হয়।
সমাবেশ থেকে রমজানের ঈদে এক মাসের সমপরিমাণ উৎসব বোনাস প্রদান, বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি নির্ধারণ, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুকসহ শ্রম আইন বাস্তবায়ন, নারী শ্রমিকদের বৈষম্য দূরীকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত, রাত্রিকালীন অতিরিক্ত ডিউটির জন্য টিফিন অ্যালাউন্স প্রদান, পানির বিল শ্রমিকদের কাছ থেকে না নেওয়া এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহের দাবি জানানো হয়।