প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ন
দেশে ফিরে ভিসা প্রসেসিং সংক্রান্ত কাজ শুরু করেন কুয়েত প্রবাসী লিটন মিয়া (৩৭) । তারই ব্যবস্থাপনায় একজন বিদেশে গিয়ে আর ফিরে আসেনি, লিটনের পাওনা টাকাও পরিশোধ করেননি।
এ ঘটনার প্রতিশোধ নিতে নিজেই শুরু করেন প্রতারণা। সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসকাউন্টে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বিক্রির বিজ্ঞাপন দিয়ে অন্তত চার লাখ মানুষের মাঝে প্রতারণার টোপ ফেলেন।
কম দামে টিকিট বিক্রির প্রলোভন দেখিয়ে টাকা নিতেন, সরবরাহ করতেন জাল টিকিট। অভিনব এ প্রতারণায় বিশেষ করে প্রবাসীদের ফাঁদে ফেলে লিটনের মাসিক আয় হয় প্রায় তিন লাখ টাকা।
ডিসকাউন্টে এয়ার টিকেট বিক্রির অভিনব এ প্রতারণার দায়ে লিটনসহ তিনজনকে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার বাকিরা হলেন- মো. বেল্লাল হোসেন (৪৭) ও মো. রিয়াজ শেখ (৩৫)।
এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি কম্পিউটার ও চেকবইসহ ডেবিট কার্ড জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (১৫ মার্চ) ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ রাজধানীর মিন্টুরোড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।