প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৭টার দিকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান।
মৃত্যুর সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্যের বয়স হয়েছিল ৮০ বছর। হাসপাতাল সূত্রে জানা গেছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
অধ্যাপক ড. আমির হোসেন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র কল্যাণ ও কাউন্সেলিং কেন্দ্রের পরিচালক নিযুক্ত হন।
২০০৯ সালের ২৩ নভেম্বর তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করা হয়। ২০১৩ সালের ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। উচ্চ মাধ্যমিক স্তরের ‘পদার্থবিজ্ঞান’ বই লিখে তিনি বিশেষ পরিচিতি পান।