বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
কোন পুরুষকে পেতে পাগল ছিলেন ঐশ্বরিয়া
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন

ক্যারিয়ারের শুরু থেকে সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে সবসময় পাদপ্রদীপের আলোয় থাকতেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ফলে পরিচিত তরুণেরা অহর্নিশ করত প্রেম নিবেদন। তবে সেসবে সাড়া ছিল না তার। তিনি মজেছিলেন অন্য এক যুবকে। 

তবে সেই যুবককে পাওয়াটা সোজা ছিল না তার জন্য। কেননা সেসময়ের এক জনপ্রিয় অভিনেত্রী তার দিকে ঝুঁকেছিলেন। কিন্তু ওই পুরুষকে পেতে সাবেক বিশ্বসুন্দরী পেতে এতটাই মরিয়া ছিলেন যে ওই  অভিনেত্রীকে হারিয়ে দিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই ব্যক্তির নাম রাজীব মুলচান্দানি। ঐশ্বর্যর ক্যারিয়ারের শুরুতে তার সঙ্গেই প্রেমের গুজব রটেছিল। রাজীব এক নামকরা ফটোগ্রাফার। ঐশ্বর্যর কিছু ফটোশুট করেছিলেন তিনি। সেই সময় রাজীবকে খুবই আকর্ষণীয় বলে মনে হয়েছিল ঐশ্বর্যর। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জেতার আগের ঘটনা সেটি। 

তবে রাজীবকে নিয়ে সেসময় রীতিমতো টানাটানি চলত অভিনেত্রীদের মধ্যে। বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী মণীষা কৈরালার সঙ্গেও বেশ ঘনিষ্ঠ ছিলেন রাজীব। ঐশ্বর্যর সঙ্গে তার মেলামেশা বেড়ে যাওয়ার কারণে খুবই বিরক্ত হয়েছিলেন মণীষা। দুই সুন্দরীর মধ্যে বিবাদ তৈরি হয়। কে জিতে নেবেন রাজীবকে, তাই নিয়ে নানা ঘটনা ঘটেছিল সেই সময়।

পরে অবশ্য আরও অনেকের নাম জড়িয়েছে ঐশ্বরিয়ার সঙ্গে। সালমান খানের সঙ্গে তুমুল প্রেমে ছিলেন তিনি। মজেছিলেন বিবেক ওবেরয়ের সঙ্গে। সবশেষে গাঁটছড়া বাঁধেন অভিষেক বচ্চনের সঙ্গে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft