প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ২:২৭ অপরাহ্ন
আগামী রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, এ বছর সম্ভব হয়নি, তবে আগামী রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেঁধে দেওয়া হবে।
রবিবার সকালে সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোডিনটর্গ’ এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইউএইতে (সংযুক্ত আরব আমিরাত) রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন দিয়ে ১৮টি অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছে।
বলা হয়েছে- এই রমজানে ওই পণ্যগুলোর দাম বাড়বে না। এ বছর আমাদের দেশেও এমন একটি ব্যবস্থা সম্ভব হয়নি। তবে আগামী বছর রমজানে সরবরাহ বাড়িয়ে এমন ব্যবস্থা কার্যকর করা হবে। তবে রমজানে ধর্মীয় অনুভূতির বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীদের সৎ থাকার আহ্বান জানান তিনি।