মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
অভিষেক ইনিংসেই যত রেকর্ড গড়লেন জাকের
প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কাল মাঠে নেমেছিল বাংলাদেশ। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিং নিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বল হাতে আশানরূপ পারফর্ম করতে পারেননি তাসকিন-মোস্তাফিজরা। 

এরফলে ২০ ওভারে ২০৬ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। তবে মাহমুদউল্লাহ এবং পরে অভিষিক্ত জাকের আলী অনিকের ঝড়ো ইনিংসে জয়ের নিকটে পৌছে টাইগাররা।

নিজের অভিষেক ম্যাচেই ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন কুমিল্লার হয়ে বিপিএল মাতানো জাকের। তাঁর ঝড়ো ব্যাটিংয়েই ২০৭ রান তাড়া করে জয়ের কাছে পৌছেছিল টাইগাররা। তবে শেষ ওভারের তৃতীয় বলে জাকের আউট হলে শেষ পর্যন্ত জিততে পারেনি লাল-সবুজের দল।

এদিকে অভিষেকেই দুর্দান্ত ইনিংস খেলা জাকের কাল গড়েছেন নতুন রেকর্ড। ৬৮ রানের ইনিংস খেলতে তিনি কাল ছয় হাঁকিয়েছেন ৬টি। এর আগে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ ছয় হাঁকানোর রেকর্ড ছিল ৫টি। তবে ৬ ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড ভেঙেছেন জাকের।

এদিকে লঙ্কানদের বিপক্ষে ৬৮ রানের ইনিংসে জাকেরের স্ট্রাইক রেট ছিল ২০০। বাংলাদেশী কোনো ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি পঞ্চম সর্বোচ্চ।

আবার, গতকাল মাহমুদউউলাহ ফেরার পর ক্রিজে জাকেরের সঙ্গী হন মাহেদী হাসান। এ দুজনের জুটিতে স্কোরবোর্ডে ২৭ বলে ওঠে ৬৫ রান। জাকের-মেহেদীর এই ৬৫ রানের জুটিতে প্রতি ওভারে রান এসেছে ১৪.৪৪ করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টাইগারদের ৫০ পেরোনো কোনো জুটির ক্ষেত্রে এটি সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল লিটন-রনি জুটির।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft