শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
মৌসুমীর নির্বাচনে দাঁড়ানো নিয়ে মুখ খুললেন ওমর সানী
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য এখন শিল্পীরা প্যানেল গোছানোর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অবশ্য বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, নির্বাচনে অংশ নেবেন না তিনি।

এ নির্বাচন ঘিরে আলোচনায় উঠে এসেছেন খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগরের নাম। এই দুই তারকা একটি প্যানেল দেবেন বলে ঘোষণা দিয়েছেন। আর অভিনেত্রী নিপুণ নির্বাচন করবেন বললেও এখনো প্যানেলে কে কে থাকবেন, সেটি জানাননি তিনি।

এদিকে গুঞ্জন উঠেছে, ২০২৪-২৫ মেয়াদের এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। এবার নাকি অন্য একটি প্যানেল থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি। চারদিকে যখন এমন নানা গুঞ্জন―তখন তা উড়িয়ে দিলেন অভিনেত্রীর স্বামী চিত্রনায়ক ওমর সানী।

এ নায়ক শিল্পী সমিতির নির্বাচনের ব্যাপারে কিছুটা বিরক্ত প্রকাশ করে বলেন, যারা প্যানেল সাজাবেন তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা কেউ আমাকে নির্বাচনে অংশ নেয়ার জন্য অনুরোধ করবেন না। কেননা, ভালো সিনেমা দিয়ে দর্শকের যে ভালোবাসা পেয়েছি আমরা, এই নির্বাচনে অংশ নিয়ে হারাতে চাই না তা।

এছাড়া গুঞ্জন রয়েছে, মৌসুমীকে নিয়ে নির্বাচনী প্যানেল সাজানোর কথা। এ ব্যাপারে ওমর সানী বলেন, আমিও কিছুটা শুনেছি যে নির্বাচনে দাঁড়াবে মৌসুমী। আসলে এই তথ্যের কোনো ভিত্তি নেই। কেননা, আমাদের মেয়ে ফাইজার পড়ালেখার কারণে মৌসুমী এ বছর আমেরিকায় থাকতে হবে। বড় কথা হলো, আমার পরিবারের কারোরই এই নির্বাচনে অংশ নেয়ার কোনো ইচ্ছা নেই।

প্রসঙ্গত, ২০২৩-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী পরিষদ পদে জয় লাভ করিছলেন চিত্রনায়িকা মৌসুমী। ২২৫ ভোট পেয়ে জিতেছিলেন এই নায়িকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft