বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর : বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে     আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস    ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ   
আইসিসির বিরুদ্ধে বোমা ফাটাল ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

বেশ কয়েক বছর ধরেই বাজে সময় যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। গেল বিশ্বকাপেও তারা মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। অবশ্য কদিন পরেই ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ক্যারিবীয়রা। এর ঠিক আগেই আইসিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ।

গ্রেভ সম্প্রতি হাজির হয়েছিলেন উইজডেন ক্রিকেট মান্থলির পডকাস্টে ডেনিয়েল গ্যালানের সঙ্গে। সেখানেই এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সবাই একটা কথা খুব করে বলে যে আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে দরকার। কিন্তু আমরা যেটা অনুভব করি, সেটা হচ্ছে, বিশ্ব ক্রিকেট তাদের সব রকম চেষ্টা করছে যাতে ওয়েস্ট ইন্ডিজ আর কখনোই শক্তিশালী হতে না পারে।’

আইসিসির লভ্যাংশ থেকে কম অর্থ দেয়া হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে এমন অভিযোগও তুলেছেন গ্রেভ। তিনি এই বিষয়টি ব্যাখ্যা করে আরও বলেন, ‘আইসিসি যদি শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলই চায়, তাহলে আমাদের কথা ভাবত। আইসিসি শুধু কাগজে-কলমেই আমাদের বেশি টাকা দিচ্ছে। কিন্তু আমাদের অর্থপ্রদানের হার কমিয়ে দেওয়া হয়েছে। গত চক্রেও আমরা ৭ শতাংশ করে পেতাম, এখন সেটা ৫ শতাংশে নেমে এসেছে।’

গত বছরের মাঝামাঝি এক প্রতিবেদনে বলেছিল, ২০২৪–২৭ চক্রে মোট ৬০ কোটি মার্কিন ডলার সম্ভাব্য ব্যয়ের হিসাব করেছে আইসিসি। এর মধ্যে ২৩ কোটি ১০ লাখ বা ৩৮.৫ শতাংশই পাবে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৬.৮৯ শতাংশ পাবে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ভাগে পড়েছে মাত্র ৪.৫৮ শতাংশ। বিশ্বের অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর কেউই ১০ শতাংশ অর্থও পাবে না। বাংলাদেশ পাবে ওয়েস্ট ইন্ডিজেরও কম ৪.৪৬ শতাংশ।

ক্যারিবীয় ক্রিকেটের প্রাচুর্যতা ফেরাতে এই অর্থের পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী। ক্রিকেটকে এগিয়ে নেয়ার স্বার্থে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি সবাই শুধু নিজেদের দিকেই তাকাই, তাহলে কি এটা বলা যায় যে আমরা একটা কমিউনিটি হিসেবে কাজ করছি? আমরা কি মাঠে সেরা পণ্যটিই পাঠাচ্ছি?’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft