শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
দেশে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৫:২১ অপরাহ্ন

দেশে মোট ভোটারের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ হালনাগাদ শেষে দেশে ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে। 

শনিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী আনুষ্ঠানে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি জানিয়েছেন, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন।

মহিলা ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১; এবং ৯৩২ জন হিজড়া ভোটার রয়েছেন।

এর আগে হালনাগাদ শেষে  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। তালিকা অনুযায়ী গত বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকার চেয়ে ভোটার বেড়েছে ২৬ লাখ ৯৮ হাজার ৭২০ জন।

তালিকা অনুযায়ী, এক বছরে পুরুষ ভোটার বেড়েছে ১৬ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন, গত বছর পুরুষ ভোটারের সংখ্যা ছিল ছয় কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪।

নারী ভোটার বেড়েছে ৯৯ হাজার ৭৬২ জন, গত বছর নারী ভোটারের সংখ্যা ছিল পাঁচ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। বেড়েছে হিজড়া ভোটারও, ভোটার ছিল ৮৩৭ জন। সব মিলিয়ে এ বছর ভোটার বেড়েছে দুই দশমিক ২৬ শতাংশ।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft