বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
লাল-সবুজ জার্সিতে হামজাকে পেতে আশাবাদী বাফুফে
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ন

ইংলিশ ক্লাব লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার আলোচনা চলে আসছে অনেকদিন ধরেই।

বাংলাদেশি বংশোদ্ভুত এই ব্রিটিশ ফুটবলারের আগ্রহের পর তাকে পেতে লেস্টার সিটিকে বাফুফে বছরখানেক আগে চিঠিও দিয়েছিল। সেই চিঠির সূত্র ধরে বাফুফে এখনো চেষ্টা করছে বাংলাদেশের জার্সিতে তাকে খেলানোর।

বাফুফে থেকে এ বিষয়ে কখনো বিস্তারিত বলা হয়নি। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে আবার আলোচনায় চলে এসেছিল হামজার নাম। এই উইন্ডোতেই লাল-সবুজ জার্সিতে হামজাকে খেলতে দেখা যাবে-এমন সব খবরও বাতাসে উড়ছিল। তবে বাস্তবতা হলো, হামজাকে পাওয়াটা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। অনেক প্রক্রিয়া ও নিয়ম-কানুনের পথ পাড়ি দিয়েই হামজাকে পাওয়া যেতে পারে।

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের ঘোষিত দল নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। হামজা প্রসঙ্গে ইতিবাচক বক্তব্যই দিয়েছেন রাকিব-বিশ্বনাথদের কোচ। ক্যাবরেরা বলেন, ‘আজ হোক বা কাল-হামজার মতো খেলোয়াড়কে জাতীয় দলে আমরা পাবো।’

হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে দেখা যাবে-এমন কথা ভাসছে চারিদিকে। এর বাস্তবতা কতটুকু? এমন এক প্রশ্নের জবাবে ক্যাবরেরা বলেন, ‘আমি মনে করি এটা ইতিবাচক হবে। তবে আমার চেয়ে ভালো বলতে পারবে ফেডারেশন। এটা ঠিক, এ সম্ভাবনা বাস্তব হলেও অনেক পরেই হতে পারে। এ বিষয়ে আমাদের খুবই ইতিবাচক হতে হবে।’

২৬ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে ধারে খেলছেন ওয়াটফোর্ড। ২০১৮-১৯ মৌসুমে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সিতে ৭ ম্যাচ খেলেছেন হামজা দেওয়ান চৌধুরী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft