প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০২ অপরাহ্ন
বিশ্বের যুব প্রতিনিধিদের নিয়ে আগামী মার্চে রাশিয়ার সচিতে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৪। বিশ্বের প্রায় ১৪০টি দেশ থেকে এ উৎসবে অংশ নিচ্ছেন ২০ হাজার যুব প্রতিনিধি, যার মধ্য রিজিওনাল প্রোগ্রামে চান্স পেয়েছে খুবই মেধাবী ২০০০ জন।
বৈশ্বিক এ আয়োজনে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এবার সুযোগ পেয়েছেন ৯৫ জন তরুণ-তরুণী, যারা বিশ্ব দরবারে তুলে ধরবেন নিজেদের দেশকে। এর মধ্যই "সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে" আমাদের ঈশ্বরদীর ছেলে কম্পিউটার প্রকৌশলী, ইঞ্জিনিয়ার হাসান ইমাম (বিপুল) সম্পূর্ণ বিনামূল্যে সচি এবং রিজিওনাল প্রোগ্রামে সুযোগ পেয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক যুব সহযোগিতা বাড়ানোর আদেশ অনুসারে ২০২৪ সালে দেশটিতে এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।