বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ফেসবুকে ফিরেছে পুরনো ‘পোক’, না বুঝে ব্যাক করলেই বিপদ
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ন

মনে পড়ে পুরনো সেই দিনগুলোর কথা? সদ্য ফেসবুক আইডি খুলেছেন। চোখের সামনে পরিচিত কারো আইডি পড়লেই তাকে ‘Poke’ দিতেন। মাঝেমধ্যে অপরপক্ষও ‘Poke back’ করতেন। অনেকটা সেলফোনে মিসকল মিসকল খেলার মতো ছিল ব্যাপারটি। 

পোক শব্দের অর্থ খোঁচা। তবে ফেসবুকের পোকও কি একই অর্থ বহন করে? ২০১৮ সালের পর কোথায় যেন হারিয়ে গিয়েছিল ফেসবুকের এই অপশনটি। ৬ বছর বাদে ফের ফিরে এলো। 

পুরনো ফিচারটি ফিরে আসায় খোঁচা দেওয়ার মজায় মেতেছেন ফেসবুক ব্যবহারকারীরা। তবে এই ফিচারটির আসল অর্থ বা উদ্দেশ্য জানেন না বেশিরভাগ মানুষ। না বুঝে পোক ব্যাক করলেও তাই পড়তে পারেন বিপদে।  ফেসবুকে ‘পোক’ করা মানে খোঁচা বা বিরক্ত করা নয়। বরং এর অর্থ দৃষ্টি আকর্ষণ করা। 

‘পোক’ ব্যাক করলে কী হয়? 
কেবল দৃষ্টি আকর্ষণের জন্য ‘পোক’ ফিচারটির জন্ম হয়নি। এর আরও সুবিধা রয়েছে। ধরুন, কেউ একজন আপনার বন্ধু তালিকায় নেই। সেও চাইলে আপনাকে পোক করতে পারবেন। এখন আপনি যদি পোক ব্যাক করেন, তাহলে ঐ ব্যক্তি ৩ দিন আপনার প্রোফাইলের সব ছবি এবং স্ট্যাটাস দেখতে পারবে। পোক ব্যাক করে সেই সুযোগ তাকে করে দিচ্ছেন আপনি।

 ফেসবুকে অনেক ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি ‘Public’ দেওয়া থাকে। এগুলো এমনিই যে কেউ দেখতে পারে। কিন্তু কিছু ছবি/স্ট্যাটাসের প্রাইভেসি থাকে “Friends of Friend/Friends”। পোক ব্যাক করলে বন্ধু তালিকার বাইরে থাকা মানুষটি এসব পোস্টও তিন দিন দেখতে পাবেন। 

একইভাবে আপনি কাউকে পোক করলে তিনি যদি পোক ব্যাক করেন তাহলে তার আইডি সব পোস্ট তিন দিন দেখার সুযোগ পাবেন। 

পোক দেবেন কীভাবে?

ফেসবুকে কাউকে পোক করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 

ধাপ ১- আপনার পোক পেজে যান (এই লিংকে ক্লিক করুন) 
ধাপ ২- এখানে থাকে সার্চ বক্সে যে ফেসবুক ফ্রেন্ড বা বন্ধুর বন্ধুকে পোক করতে চাচ্ছেন তাকে অনুসন্ধান করুন
ধাপ ৩- যাকে পোক করতে চান তার নামের ডানদিকে পোক অপশনে ক্লিক করুন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft