বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
২১ বছর পর ম্যানইউর মাঠে ফুলহামের জয়
প্রকাশ: রোববার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

টানা পাঁচ ম্যাচে জয় আর টানা সাত ম্যাচে অপরাজিত থাকা ম্যানচেস্টার ইউনাইটেড হারের স্বাদই ভুলতে বসেছিল। গেল বছরের ডিসেম্বরের শেষবার হারের মুখ দেখতে হয়েছিল রেড ডেভিলদের। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় এরিক টেন হ্যাগের দল। 

তবে এবার ইউনাইটেডের জয়রথ থামল, সেটিও ঘরের মাঠেই। ২১ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে জিতে চমক দেখালো ফুলহাম। গতকাল রাতে প্রিমিয়ার লিগে ম্যানইউকে ২-১ গোলে হারালো তারা। তাতে ২০০৩ সালের পর প্রথম ও ১৯৬৩ সালের পর দ্বিতীয়বার ম্যানইউর মাঠে অবিস্মরণীয় জয় পেলো পশ্চিম লন্ডনের ক্লাব। 

গত কয়েক ম্যাচে ইউনাইটেডের যে ধারালো আক্রমণের দেখা মেলে, এদিন শুরুতে তা উধাও। উল্টো প্রথম ২০ মিনিটে দুবার তাদের রক্ষণে ভীতি ছড়ায় ফুলহাম, তবে দুবারই লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন নাইজেরিয়ার মিডফিল্ডার অ্যালেক্স আইওবি। ২১তম মিনিটে লক্ষ্যে প্রথম প্রচেষ্টা রাখতে পারে ফুলহাম। রদ্রিগো মুনিসের কোনাকুনি হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। আক্রমণ, প্রতি-আক্রমণ চললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। 

তবে দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পায় ফুলহাম। ডি বক্সে প্রথম শট সতীর্থের গায়ে প্রতিহত হওয়ার পর দ্বিতীয় প্রচেষ্টায় জোরাল শটে গোলটি করেন নাইজেরিয়ার ডিফেন্ডার ক্যালভিন ব্যাসি। নির্ধারিত সময় শেষের এক মিনিট আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরান হ্যারি ম্যাগুয়ের। ব্রুনো ফার্নান্দেজের শট গোলরক্ষক ফেরানোর পর আলগা বল পেয়ে কাছ থেকে জালে পাঠান ইংলিশ ডিফেন্ডার।

নির্ধারিত সময় শেষে ৯ মিনিট যোগ করা হয় অতিরিক্ত সময় হিসেবে। অতিরিক্ত সময়ে দুর্দান্ত কয়েকটি আক্রমণ করে ইউনাইটেড তবে ব্রুনো ফার্নান্দেজ আর ভিক্টোর লিন্ডেলফ তা গোলে পরিণত করতে ব্যর্থ হয়। উল্টো অতিরিক্ত সময়ের সাত মিনিটের মাথায় ওল্ড ট্রাফোর্ড স্তব্ধ করেন অ্যালেক্স আইওবি। ডি-বক্সে সতীর্থের পাস ধরে অসাধারণ ছোট এক টোকায় প্রতিপক্ষের দুইজনকে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে গোলটি করেন তিনি।

এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগে  ২৬ ম্যাচে ১৪ জয়, দুই ড্র আর ১০ হারে ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে রেড ডেভিলরা। অন্যদিকে আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ৪-২ গোলে হারানো অ্যাস্টন ভিলা ৫২ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। আসরে নবম জয় পাওয়া ফুলহাম ৩২ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft